নতুন করে ১১ টি ব্যাংকের অডিট শেষ না হওয়া পর্যন্ত ব্যাঙ্ক মার্জরের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
আগের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক , এসআইবিএল ও এক্সিম ব্যাংকের নিয়ে যে মার্জারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা থেকে সরে আসছে বাংলাদেশ ব্যাংক।
উল্লিখিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক্সিম ব্যাংকের অবস্থা তুলনামূলক অনেক ভালো হওয়ায় তারা এই সিদ্ধান্তে যেতে রাজি নাই। তাই বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
- নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক উদ্ধাতন কর্মকর্তা জানিয়েছেন যে এখনো পর্যন্ত মার্জারেরর রূপরেখা নির্ধারিত হয়নি। কিভাবে হবে সেই ধরনের কোন ঘটনতন্ত্র এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। সামনে নির্বাচন এই অল্প সময়ের মধ্যে এই কাজ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

